বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৩

বিরামপুরে উপায় মেগা ক্যাম্পেইন পুরস্কার বিতরন 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১  

উপায় এর স্থানীয় অথরাইজড ডিস্ট্রিবিউটর মেসার্স সাজিদ ট্রেডার্স এর নির্ধারিত এলাকা দিনাজপুর জেলার ৬টি উপজেলার উপায় এজেন্টদের নিয়ে এ মেগা ক‍্যাম্পেইন পরিচালিত হয়। 

উক্ত অনুষ্ঠানে উপায় এর রিজিওনাল ম্যানেজার মুরাদ হাসান, এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান, রংপুর মেট্রোর এরিয়া ম‍্যানেজার রাকিব হাসান চৌধুরী, স্থানীয় ডিস্ট্রিবিউটর মেসার্স সাজিদ ট্রেডার্স এর সত্ত্বাধিকারী নাজমুস সাজিদ এবং উপায় এর কয়েকজন এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মেসার্স সাজিদ ট্রেডার্স এর ডিস্ট্রিবিউশন এরিয়ায় উপায় এর মেগা ক‍্যাম্পেইনে নবাবগঞ্জ  উপজেলার আফতাবগঞ্জ বাজারের উপায় এজেন্ট মেসার্স মা টেলিকমের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম প্রথম পুরস্কার হিসেবে মোটর বাইক এবং অন‍্যান‍্য এজেন্টরা ক্রমান্বয়ে ল‍্যাপটপ, ডিপফ্রিজ, স্মার্টফোন ও মাইক্রোওয়েভ ওভেন পুরস্কার জিতেন। পুরস্কারপ্রাপ্ত সহ উপস্থিত অন‍্যান‍্য এজেন্টরা সর্বদা উপায় এর মঙ্গল কামনা করেন এবং উপায় এর সিকিউরিটি সিস্টেম এর প্রশংসা করেন।

এই বিভাগের আরো খবর